এ মাসের দূরবীণ তেমন জনপ্রিয়তা পায়নি। তাই দূরবীণ আরো সংখ্যা আনবো নাকি সে বিষয়েও নিশ্চিত হতে পারছি না। লেখক-পাঠক থাকলে, থাকবে দূরবীণ । নয়তো আপাতত এখানেই ইতি। দূরবীণ জুন সংখ্যা পড়তে ক্লিক
😔এ মাসে দূরবীণের পাঠক সংখ্যা ৭০ জন কমলো কেন! লেখাগুলো কী আপনাদের পছন্দ হচ্ছে না? নাকি আপনারাও ভর্তি পরীক্ষা নামক চাপের মধ্যে আছেন? প্রতিক্রিয়া জানতে চাই। পড়তে লেখায় ক্লিক করুন 👉 দূরবীণ সব সংখ্যার সংগ্রহ 👉 শুধু জুন সংখ্যা
আপনারা যতটা আগ্রহ নিয়ে বসে থাকেন, তার চেয়ে অনেক বেশি আমি অপেক্ষায় থাকি দূরবীণ ম্যাগাজিনটা প্রকাশ করার জন্য। আমি প্রতিমাসের নয় তারিখে দূরবীণ প্রকাশ করবো বলা হয়েছে। আপনারা যারা ১ তারিখ থেকে ভাবছেন আপনাদের লেখা আমি নিজের নামে করে নেবো তাদের প্রতি সমবেদনা। তাদের লেখা প্রকাশ করা হয়নি এবং হবে না। বিশ্বাস করতে শিখুন। আমায় স্রষ্টা মস্তিষ্ক দিয়েছে, আপনাদের মেধা বিক্রি করার আমার ইচ্ছে নেই। বরং আমি নিজের খরচে এই ওয়েবসাইটে ম্যাগাজিনটা প্রকাশ করি। আপনাদের কাছে টাকাও নেই না। যাই হোক, বিশ্বাসীদের জন্য দূরবীণ জুন সংখ্যা।👇 গুগল ড্রাইভ পিডিএফ ওয়ান ড্রাইভ পিডিএফ
দূরবীণ দ্বিতীয় সংখ্যার কাজ শেষ শুধুই ৯ তারিখে প্রকাশের অপেক্ষা.... যা যা থাকছে, ৩ ধরনের ৩ কবিতা, “বাজেট” নামক প্রবন্ধ, কল্পবিজ্ঞানের গল্প “মঙ্গলের পথে”, ভৌতিক গল্প “কালো রাত”, রম্যগল্প “এসবিবিএম ডাক্তার”, কমিক এবং দিবস পাতা।