পরীক্ষার আগের রাত

কেমন হবে যদি পরীক্ষার আগের রাতে কেউ ফোন করে এমন কোনো কথা বলে যার কারণে আপনার ঘুম উড়ে গিয়ে সেখানে দানা বাঁধবে ভয়! কেমন হবে যদি কল কাঁটার পর থেকে প্রতি মুহূর্তে টেনে ধরে নিত্যনতুন বিপদ? পারবেন তো মাথা ঠিক রাখতে? খুঁজে বের করতে পারবেন, কেন ঘটছে আপনার সাথেই এসব অঘটন? আপনি কি এমন গুরুতর প্রশ্ন পাশে রেখে পরীক্ষা দিতে যেতে পারবেন? যদি উত্তর দিন হ্যা, তবে আমি বলবো, “ভেবে বলুন…” এমন এক রাত নাড়িয়ে দিতে পারে আপনার বিশ্বাসের ভিত্তি। কয়েক ঘণ্টার ব্যবধানে বয়স বাড়িয়ে দিতে পারে কয়েক বছর। এমনই এক ভয়ংকর পরিস্থিতির শিকার হয়েছিলো, রিনি হক। তারই জীবনের এক রাতের গল্প ‘পরীক্ষার আগের রাত ’ । গল্পটা থাকছে ‘যে ইকুয়েশনের ব্যাক ক্যালকুলেশন অসম্ভব’ বইয়ে।