AI এর কণ্ঠে বিদ্রোহী
লেখক: ফারহান সাদিক (সংগ্রাম)
কণ্ঠ: AI
(উচ্চারণের ভুল মাফ করে দিলাম আরকি...)
লিরিক্স:
বিদ্রোহী (গ্রিক)
১
আমি বিদ্রোহী, চির সংগ্রামী
সঙ্গী প্রতিবাদ।
বিদ্রোহ করে কাগজ-কলম,
বিদ্রোহ করে হাত।
বিদ্রোহ করে অগ্নিচক্ষু,
বিদ্রোহ করে দাঁত।
আমি সর্বসম্মুখে মুচড়ে দেই
খেয়ালি বিধির হাত।
২
জিউসের সাথে মারামারি করি
হারকিউলিস সঙ্গী।
প্রমিথিউসকে বাঁচিয়েছি আমি
পাহাড়ে ছিলো সে বন্দী।
আমি বিদ্রোহী, চির সংগ্রামী
সঙ্গী প্রতিবাদ।
বিদ্রোহ করে কাগজ-কলম,
বিদ্রোহ করে হাত।
বিদ্রোহ করে অগ্নিচক্ষু,
বিদ্রোহ করে দাঁত।
আমি সর্বসম্মুখে মুচড়ে দেই
খেয়ালি বিধির হাত।
৩
প্রমিথিউসের সাথে মানবসেবায়
হলাম চির সঙ্গী।
অন্যায়ের সাথে যুদ্ধ করি
ন্যায়ের সাথে সন্ধি।
আমি বিদ্রোহী, চির সংগ্রামী
সঙ্গী প্রতিবাদ।
বিদ্রোহ করে কাগজ-কলম,
বিদ্রোহ করে হাত।
বিদ্রোহ করে অগ্নিচক্ষু,
বিদ্রোহ করে দাঁত।
আমি সর্বসম্মুখে মুচড়ে দেই
খেয়ালি বিধির হাত।
৪
হেডিস দিমিতির কন্যার সাথে
করেছিলো অন্যায়।
তার বিচার আমিই করেছি
দেবতার কাঠগড়ায়।
ধন-সম্পত্তির দেবতারে তাই
করেছি পাতাল ছাড়া,
বিশ্ব মাঝে এনেছিলো যে
এই অপহরণের ধারা।
আমি বিদ্রোহী, চির সংগ্রামী
সঙ্গী প্রতিবাদ।
বিদ্রোহ করে কাগজ-কলম,
বিদ্রোহ করে হাত।
বিদ্রোহ করে অগ্নিচক্ষু,
বিদ্রোহ করে দাঁত।
আমি সর্বসম্মুখে মুচড়ে দেই
খেয়ালি বিধির হাত।
মূল
কবিতা: বিদ্রোহী (গ্রিক অংশবিশেষ)
কাব্যগ্রন্থ: বাংলা বাঙালির
কবি: ফারহান সাদিক (সংগ্রাম)
কাব্যগ্রন্থ: বাংলা বাঙালির
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন