দূরবীণ ম্যাগাজিন
মে মাসের ৯ তারিখে প্রকাশ পাবে মাসিক ম্যাগাজিন ‘দূরবীণ’ এর প্রথম সংখ্যা।
লেখা জমা দেয়ার শেষ সময় প্রতি মাসের ৫ তারিখ।
গতবছর বলেছিলাম ‘দূরবীণ” নামে একটা ওয়েব ম্যাগাজিন ছাড়বো, কোনো কারণবশত তা আর হয়ে ওঠেনি। কিন্তু ইনশাআল্লাহ, এবছর ৯ মে থেকে প্রতি মাসে একটি করে সংখ্যা বের করার চেষ্টা করবো।
ম্যাগাজিনটি সম্পূর্ণ ফ্রী।
👌যা যা লেখা যাবে
১ কবিতা
২ প্রবন্ধ (বর্তমানে চলমান ঘটনা নিয়ে)
৩ উপন্যাস (প্রতি সংখ্যায় ১ পর্ব)
৪ গল্প
৫ সাইন্স ফিকশন (গল্প বা উপন্যাস)
৬ জোকস ও কমিকস
👉লেখা জমা দিতে
আমার FS Hasan Mohammad ID এর ইনবক্সে বা বিদ্রোহী কবি ফা.সা. এর ইনবক্সে অথবা farhanshadik11@gmail.com ই-মেইলে পাঠান,
১ আপনার লেখা
২ আপনার ছবি (ঐচ্ছিক)
৩ লেখার সাথে যায় এমন ছবি। (ঐচ্ছিক)
✋শর্ত
১ অন্যের লেখা নিজের নামে চালানো যাবে না।
২ এমন কোনো লেখা জমা দেয়া যাবে না, যা সবার জন্য উপযুক্ত নয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন